ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
মোঃ আব্দুল আজিজ ১৯৮২ সালে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন।
তিনি দীর্ঘ ৩৯ বছর বাংলাদেশের বিভিন্ন থানায় কনস্টেবল পদে যোগদান করে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সহিত পালন করেছেন। চাকুরি জীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল ছিল জামালপুর জেলার ইসলামপুর থানা।
গত সোমবার ৯মে দুপুরে তাকে স্মরণীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ের মুহুর্তে সহকর্মীদের ভালোবসায় সিক্ত হন তিনি।
এ সময় আব্দুল আজিজের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল সুমন মিয়া ও অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান।
স্মরণীয় বিদায় অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান বলেন, ইসলামপুর থানায় যোগদানের পর প্রথম স্মরণীয় বিদায় আয়োজনের মধ্য দিয়ে অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল আঃ আজিজকে বিদায় জানালাম।
এতে ইসলামপুর থানা পুলিশ খুবই আনন্দিত।
কনস্টেবল আব্দুল আজিজ বলেন, যে কোন বিদায় সকলের জন্য কষ্টকর। ৩৯ বছর পুলিশের চাকরি করেছি।
সবাই মিলে একটা পরিবারে ছিলাম। চাকরি ছেড়ে অবসরে আসার সময় সহকর্মী এএসআই আক্রাম হোসেন, খোকন, আমিনুল, নাজমুলসহ ইসলামপুর থানা পুলিশ আমাকে বাড়িতে পৌছানোর জন্য যে স্মরণীয় আয়োজন করেছেন সেই অনুভূতি প্রকাশের ভাষা নেই। আজ বিদায় বেলায় সহকর্মীদের জন্য প্রত্যাশা কামনা করছি।
তাকে পুলিশের একটি সুসজ্জিত গাড়িতে করে গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ধুবালিয়াপাড়া পৌছে দেওয়া হয়।
আরও পড়ুন সাদুল্লাপুরে বিয়ের পর মানসিক ভারসাম্য হারিয়ে চার বছর ধরে শেকলবন্দি ”এমদাদুল”
Leave a Reply