জৈন্তাপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন এই দুনিয়াতে মহান আল্লাহ পাক আমাদের উপর যত আজাব আর গজব নাজিল করেন এসব কিছু আমাদেরই কর্মের ফল।
তিনি যুগে যুগে আমাদের উপর দূর্যোগ নামের এ সকল মুসিবত দিয়ে অপরাদ থেকে ফিরে কল্যাণের দিকে ফিরে আসার জন্য আহবান করেন।
প্রাকৃতিক দূর্যোগ মানুষকে কল্যাণের দিকে আহবান করে। এ অবস্থায় হতাশ হওয়া যাবে না, দৈর্য ধারণ করে এক মাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
দূর্যোগের এই ক্ষণে আপনাদের ক্ষয়-ক্ষতি মহান রাব্বুল আ’লামীন ছাড়া কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
আমরা চেষ্টা করি দেশের মানুষের কঠিন বিপদে মানুষের কষ্ট শেয়ার করে নিতে।
তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপদকালীন সময়ে আপনাদের পাশে দাড়তে পেরে মহান আল্লাহ রাব্বুল আলা’মীন’র কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
তিনি ২২ মে রোববার সকাল থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। জামায়াতের আমীর কে নিয়ে সিলেট জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা দুই উপজেলার বিভিন্ন গ্রামের পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেত্রেুটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, উত্তর জেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান,
সিলেট জেলা উত্তর জামায়াতের সেত্রেুটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজমুল ইসলাম, সেত্রেুটারী গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন,
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার সেত্রেুটারী নাজমুল হাসান শিকদার, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল খাল জৈন্তাপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি এনামুল হক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও রাজনৈকি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন না ফেরার দেশে চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর প্রতীক মতিউর রহমান!
Leave a Reply