মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে সেবারমান নিশ্চিতকরণে নাগরিকদেরকে সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কৃষি কার্যক্রম ও সেবা সংক্রান্ত বিষয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতায়,প্রিপ ট্রাস্ট বাস্তবায়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন অর্থায়নে সদরের খৈলকুড়ায় এ গণশুনানির আয়োজন করা হয়।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও প্রিপ ট্রাস্ট প্রকল্প কর্মকর্তা ফাহমিদা খানম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন দিলদার।
প্রিপ ট্রাস্ট প্রকল্প ঝিনাইগাতী উপজেলার সমন্বয়কারী সঞ্জিদ কুমার দে, ঝিনাইগাতী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক,প্রিপ ট্রাস্ট প্রকল্পের ফ্যাসিলিটিটর মোশারফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করে-কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন তারা।
প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার কৃষকদের প্রশ্ন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে তার বক্তব্য সমস্যাগুলীর সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা মূলক সু-পরামর্শ প্রদান করেন তিনি।
আরও পড়ুন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাগরপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
Leave a Reply