মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ ও আয়নাপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভাঙ্গন পরিদর্শন করলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।
২৮ জুন মঙ্গলবার দুপুরে তিনি এ পরিদর্শণে যান।
এসময় তিনি বেড়ীবাঁধ সহ আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের নিচ তলার প্রায় অর্ধেক অংশ সোমেশ্বরী নদীতে ডেবে যাওয়া অংশ, স্কুল মাঠ, ভাংগা রাস্তা সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করেন।
কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য নওশাদ আলী, সাহা আলী, রহমত আলী, আনসার, গ্রামপুলিশ ও সাংবাদিক সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ সাংবাদিকদের বলেন,” দ্রুততম সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ, রাস্তাঘাটের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধনীতে – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ
Leave a Reply