নিজস্ব প্রতিনিধিঃ
আজ সোমবার ১১জুলাই ২০২২ প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক গবেষক ও
সাহিত্যিক এমএ বারী আকন্দ।
তাঁর মতে প্রিয় সানন্দবাড়ী নামটাই সবার কাছে প্রিয়। সানন্দবাড়ী নামটা প্রতিষ্ঠিত হতে এলাকার অনেক গুণী মানুষকে নানান ভাবে কষ্ট সহ্য করার ইতিহাস রয়েছে।
কবি আলহাজ্ব আজিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া।
উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সানন্দবাড়ীর
সুধী সমাজ ও প্রায় শতেক জন প্রতিযোগি।
জানা যায়, সানন্দবাড়ী তথা চরআমখাওয়া ইউনিয়নের তথ্য বহুল বিষয়ের উপর ভিত্তি করে প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ হতে কুইজ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ৮জুন হতে ৫ জুলাই পর্যন্ত।
উক্ত তারিখের মধ্যে ৮৩ জন নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার
করে পুরুস্কার জিতে নেয় ফকির খলিলুর রহমান সাদ্দাম।
২য় স্থান অধিকার করেন সাংবাদিক হারুন অর রশিদ, ৩য় স্থান অধিকার করেন গ্রহণ করেন সুমাইয়া খন্দকার তামান্না। পুরস্কার গুলো দেয়া হয় এ্যাডমিন প্যানের, শান্ত ইলেকট্রনিকস এন্ড সোলার হাউজ এবং সুজন লাইব্রেরী এন্ড স্টেশনারী এর সৌজন্যে।
অনুষ্ঠানে এডমিন প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন রাশেদ আকন্দ, ওমর ফারুক আকন্দ, ফরিদুল ইসলাম ফরিদ, মেহেদী মিরাজ প্রমূখ।
আরও পড়ুন বকশীগঞ্জে ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার
Leave a Reply