দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কমিউনিটি সেলস এজেন্ট
(সিএসএ)দের নার্সারি কাজের জন্য উপকরণ সমূহ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২
দেওয়ানগঞ্জ এর হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চবিদ্যালয় মাঠে এ মালামাল সমূহ বিতরণ করা হয়।
মোটা পলিথিন, বাঁশ , আমের চারা, লিচুর চারা, লেবু চারা, পেয়ারা চারা, সাইনবোর্ড,
নার্সারি টুলবক্স, কোদাল, দা, খোন্তা, কাচি, ঝাঝরি, গ্রাফটিং চাকু, গ্রাফটিং প্লাস, ফলের ঝুড়ি,
বালতি, মগ, নার্সারী পলিব্যাগ , টুকরা পলিথিন, নেট, সুতলি, কম্পোষ্ট সার, ইত্যাদি পেয়ে খুশি
সুবিধাভোগীগণ।ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পার্টনারশীপে, উন্নয়ন
সংঘ বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৭জন কমিউনিটি সেলস এজেন্ট (সিএসএ)
সদস্যদের উপস্থিতিতে উপকরণ সমূহ বিতরণের সময়, উপস্থিত ছিলেন BIeNGS project উন্নয়ন
সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার
আল মজনু, প্রোগ্রাম অফিসার রাকিবুজ্জামান, সিডিএফ শরিফুল ইসলাম, সিডিএফ ফরিদুল
ইসলাম, সিডিএফ আল-আমীন, সিডিএফ রোজিনা, সিডিএফ ফুলমিয়া, সিডিএফ আফসানা মিমি
মিম, জিন্নাত রেহেনা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.