স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার সানন্দবাড়ীর পুর্ব কামারের চর
গ্রামে একটি সংকর জাতের গাভী দুটি বাচ্চা প্রসব করেছে। এতে
গাভীর মালিকের বাড়ীতে ক্রমেই দর্শনার্থীদের ভীড় বেড়েই চলেছে।
জানা যায় গাভীটির মালিক মোঃ আছমত আলি। সে বেশ কয়েকবার
বিভিন্ন বেসরকারি এআই কর্মী দ্বারা বীজ দিয়েও গর্ভধারণ করাতে
পারেন নি। পরে চরআমখাওয়া ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্রে
এআই টেকনিশিয়ান আঃ রব আকন্দের কাছে নিয়ে আসেন। তিনি
তার অভিজ্ঞতার আলোকে বীজ প্রতিস্থাপন করেন। নির্দিষ্ট সময়ের পর
এক সাথে দুটি বকনা বাছুর প্রসব করে। এক সাথে দুটি বাচ্চা পেয়ে
খুশির খই ফুটছে আছমত আলীর পরিবারের মাঝে। দেওয়ানগঞ্জ
উপজেলার ভেটেরিনারী সার্জন (সাবেক) ও বর্তমান প্রাণিসম্পদ
কর্মকর্তা মির্জাপুর ডাঃ একেএম আতিকুর রহমান জানান প্রাণীজ
প্রোটিন সরবরাহে সরকারের লক্ষ্য মাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ
করে যাচ্ছে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, এআই কর্মী ও এলএসপিগণ।
খামারির লাভ আমাদের সাফল্য।
Leave a Reply