ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রানীশংকৈল উপ-প্রকল্প ইউনিটের আওতায় ২ দিন ব্যাপি জিবিকায়ন কম্পনেন্টের আওতায় উচ্চ মুল্যের নিরাপদ সবজি উৎপাদন এর প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) আলমগীর হোসেনের সঞ্চালনায়
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ উপজেলা কৃষি অফিসার রানীশংকৈল, মো: সাবের আলম কৃষি সম্প্রসারণ অফিসার রানীশংকৈল, তিনি বলেন
প্রশিক্ষণে মাধ্যমে দারিদ্র বিমোচন, ও টেকসই উন্নয়নে কিভাবে উচ্চ মূল্যের নিরাপদ সবজি চাষ উচ্চ মূল্যের সবজি শনাক্ত করন,
শাক কি , সবজি কি, নিরাপদ ফসল কি, ফসল নিরাপদ রাখার উপায়, ফসল উৎপাদনের বর্ষপঞ্জীর, মৌসুম ভেদে নিরাপদ সবজি কোন গুলো, বিভিন্ন সবজির জাত ,জমি প্রস্তুত, চাষপদ্ধতি, সার প্রয়োগ,কেঁচোসার ও জৈব সারের গুণাগুণ,রাসায়নিক সারের পুষ্টি উপাদান, সেচ ব্যবস্থাপনা, আগাছা নিধন, ফসলের রোগ ও পোকা মাকড় দমন পদ্ধতি, ফেরোমন ফাঁদ ব্যবহার , জৈব কীটনাশক ও বালাইনাশক তৈরি ও ব্যবহার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার, খাইরুল আলম, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) রেজবুল মুক্তাকিন, প্রমুখ
উল্লেখ্য যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে ২৫ জন সদস্যর মাঝে লতিরাজ কচু,ওলকচু প্রদান করা হয়।
Leave a Reply