মহিউদ্দিন মহি (ফেনী) ||
সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজন ২৭ অক্টোবর ২০২২ তারিখ বৃহস্পতিবার ০৯ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীন ছাগলনাইয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী গরীব ও দুঃস্থ জনসাধারণদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন মোঃ মঈনুল ইসলাম রিফাত, এএমসি, ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা এবং ডাঃ মোঃ মোতাহার হোসেন ভূঁঞা, মেডিকেল অফিসার, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বর্ণিত ক্যাম্পেইন চলাকালীন সময়ে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, সিগন্যালস্ পরিদর্শন করেন।
উক্ত ক্যাম্পেইনে পুরুষ-১৯২ জন, মহিলা-২৮০ জন ও শিশু-৫০ জন সর্বমোট ৫২২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আরও পড়ুন ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রকল্পের ২ দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপ্তি
Leave a Reply