জামালপুরের বকশীগঞ্জ থেকে এক মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করে।
আটককৃত ছিনতাইকারীর নাম রিনা বেগম, সে পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাথুরাদী গ্রামের আব্দুল কাদের এর স্ত্রী।
ভোক্তভুগিরা জানান, দুপুরে চিকিৎসার জন্য বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগে রাখা মোবাইল নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনা পিছনে দাড়িয়ে থাকা এক মহিলা দেখে ফেলে তাকে আটক করে। পরে তার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে ছিনিয়ে নেওয়া টাকা ও মোবাইল উদ্ধার করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় মোবাইল ছিনিয়ে নেওয়া কথা স্বীকার করে।
বকশীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন ঝিনাইগাতীতে শিক্ষার্থীরা ভালবাসার অশ্রুুজলে বিদায় জানালেন শিক্ষককে
Leave a Reply