মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে এলজিইডি কর্তৃক অনুমোদিত রাংটিয়া রেঞ্জের আওতায় গজনী বিট এলাকায় কালঘোষা-মালাঝোড়া খালে রাবার ড্যাম/স্লুইচ গেইট উপ-প্রকল্পটি বাস্তবায়ন হলে ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেঁষে গজনী বনাঞ্চলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বন বিভাগ সূত্রে।
জানা যায়, এলজিইডি শেরপুর এ বিষয়ে একটি উপ-প্রকল্প হাতে নেয়। এ প্রেক্ষিতে প্রকল্পটি বাস্তবায়ন হলে বন বিভাগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্তৃপক্ষ।
এ বিষয়ে গত ১২ জুলাই ২০২২ ইং তারিখে উক্ত প্রকল্প বন্ধের জন্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার বরাবর একটি পত্র প্রেরণ করেছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের আওতায় ভারতের মেঘালয় হতে আগত কালঘোষা নদীর উপর গান্ধিগাঁও এলাকায় রাবার ড্যাম/স্লুইচ গেইট করার পরিকল্পনা গ্রহণ করেছেন এলজিইডি কর্তৃপক্ষ।
কিন্তু ওই স্থানে রাবার ড্যাম/স্লুইচ গেইট নির্মাণ করা হলে বন বিভাগের হালচাটি মৌজায় ৫০৮ একর, নওকুচি মৌজায় ২০০ একর, গান্ধিগাঁও মৌজায় ৩০০ একরসহ সর্বমোট প্রায় ১০০৮ একর বন ভূমি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও অতিরিক্ত পানির কারণে বন্য পানির আবাস্থল, খাদ্য ও প্রজননের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে জমে থাকা পানির কারণে শালসহ বিভিন্ন প্রজাতির গাছ মরে জীববৈচিত্র হুমকির সম্মুখীন হবে।
এছাড়াও ওই স্লুইচ গেইট এর কারণে অতিরিক্ত ভূমি ক্ষয়সহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে। বন বাঁচলে মানুষ বাঁচবে, কিন্তু এ বিষয়টি তোয়াক্কা না করে এলাকার কিছু লোক যারা বনের জমিতে বসবাস করে তারা উল্টো রাবার ড্যাম/স্লুইচ গেইট বাস্তবায়নের জন্য গত ১৪ নভেম্বর সোমবার ২০২২ ইং তারিখে একটি মানববন্ধন করেন।
প্রকৃতপক্ষে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাবার ড্যাম নির্মিত হলে বন বিভাগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
সেই সাথে বনের জমি বেদখলের একটি মহোৎসবে পরিণত হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
আরও পড়ুন বকশীগঞ্জে মহিলা ছিনতাইকারী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.