মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি):-
কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক ও প্রকাশক জাফর সেলিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর কথা ডটকম সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোমবার বিকালে শহরের রাজাঝির দীঘির পশ্চিম পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা দেওয়া হয় ।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট গাজী তারেক আজিজ ও নির্বাচন কমিশনের সদস্য মাস্টার মোজাফফর আলীসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন (দৈনিক আমার সংবাদ/নিউ নেশন), সহ-সাধারণ সম্পাদক-জিয়া উদ্দিন সোহাগ (এশিয়ান টেলিভিশন), কোষাধ্যক্ষ-কাজী নজির আহমদ (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), দপ্তর সম্পাদক এম.নাসির উদ্দিন (দৈনিক আজকের সংবাদ), প্রচার সম্পাদক-সাদ্দাম হোসেন (বাংলাদেশ বুলেটিন/সমসাময়িক প্রতিদিন), সাহিত্য সম্পাদক-সাইফ সুমির (দৈনিক আমাদের ফেনী), সাংস্কৃতিক সম্পাদক-সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), ক্রীড়া সম্পাদক-রাজিব মাসুদ (নতুনআলো প্রতিদিন) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান খান (দৈনিক ইত্তেফাক), শাহজালাল রতন (দৈনিক সমকাল), নান্টু লাল দাস (নতুনআলো প্রতিদিন),আবু ইউসুফ মিন্টু (দৈনিক আমাদের সময়), সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত দেশ), শাহাদাত হোসেন (অপরাধ সন্ধ্যানে) এবং সাধারণ সদস্য নিজাম উদ্দিন সজিব (মোহনা টেলিভিশন), মেহরাব হোসেন মেহেদী (জিএসনিউজ), ইসমাইল হোসেন (দৈনিক আমাদের ফেনী), ওমর ফারুক ভূঞা (সাপ্তাহিক ফেনীর শক্তি), মাসুম বিল্লাহ (দৈনিক মুক্ত খবর) মহি উদ্দিন মহি (দৈনিক মুক্তির লড়াই) সালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার) মহি উদ্দিন মধু (ফেনী জেলা নিউজ), ওমর ফারুক ভুইয়া (দৈনিক সোনালি কন্ঠ), এস.এইচ খোকন (দৈনিক লাখোকন্ঠ), দিদারুল আলম (দৈনিক নতুন সময়), সজিব দেবনাথ (সাপ্তাহিক নির্ভীক/ফেনীর আলো)।
এছাড়া সহযোগী সদস্য পদে রয়েছেন নাসির উদ্দিন চৌধুরী (দৈনিক শব্দ মিছিল) আবদুর রহিম রুবেল (দৈনিক নওরোজ), নুর হোসেন কামরুল (অপরাধ জগত), রমজান আলী (সাপ্তাহিক খোঁজখবর) ও ইকবাল সুমন (দৈনিক খবর বাংলাদেশ), আবদুল মমিন (ভোরের প্রভাত)।
আরও পড়ুন আজকের জামালপুর পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.