খাদিজা আক্তার বিথী ॥
জামালপুরের বকশীগঞ্জে উপজেলার চর কাউরিয়া সীমারপাড় এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আবু সাঈদ (৬২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৩০শে জানুয়ারি সোমবার দুপুরে গোঁয়ার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১:৩০ ঘটিকার সময় স্থানীয়রা বাড়ির পাশে একটি গোয়াল ঘরে আবু সাঈদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আবু সাঈদের মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।
Leave a Reply