ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ৩০ জানুয়ারী রাতে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা ভ্রাম্যমান প্রতিনিধি কোরবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রোমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু. উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর মিয়া, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আঃ সামাদ, লিয়াকত হোসাইন লায়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এতে অংশ নেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন, দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ফারুক আল আজাদ বকুল।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
Leave a Reply