মোছাঃ খাদিজা আক্তার বিথী:
জামালপুরের বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম জোড়দারকরণে সচেতনতা বিষয়ক সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে নিলাখিয়া ইউনিয়নের নিলাখিয়া পাবলিক কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক এম আলমগীর হোসাইনের সঞ্চালনায় এবং নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, যুগ্ন সম্পাদক নওরোজ মিয়া, দায়িত্বপ্রাপ্ত সহকারী বিট কর্মকর্তা এএসআই মো. নুরুজ্জামান , নিলাখিয়া আরজে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দিন, একাদশ শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার প্রমুখ।
মাদক, জুয়া নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ করা, ছোট ছোট সামাজিক সমস্যা দূরীকরণ এবং জুরুরী সেবা পেতে ৯৯৯ নম্বর এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,ইউপি সদস্য, স্কুল , কলেজের শিক্ষার্থীরা ওই সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বকশীগঞ্জে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে পঙ্গুস্ত্রীর সংবাদ সম্মেলন
Leave a Reply