মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি
পরিবেশ বিপর্যয় ঠেকাতে এবং বনের ঐতিহ্য ফিরে আনতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে সুফল বাগানে বেড়ে ওঠছে সৃজিত পরিবেশ বান্ধব বৃক্ষ।
আর এতে বদলে যাচ্ছে গারো পাহাড়ের বন বাগানের চিত্র। সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন বনবিভাগ।
এতে নতুন রূপ নিচ্ছে বনবাগান। পাশাপাশি একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় বাগানের পরিচর্যায় নিয়োজিত স্থানীয় হতদরিদ্রদের স্বাবলম্বী করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
গারো পাহাড়ের হালচাটি গ্রামের মনিরুজ্জামান, অমল কুমার সরকার, গান্ধিগাঁও গ্রামের আব্দুলসহ অন্যান্যরা জানান, বর্তমান গারো পাহাড়ে নেই কোন বনের গাছ চুরি, পাথর ও বালি চুরি, এতে করে গারো পাহাড়ের বনাঞ্চল এখন সমৃদ্ধ।
রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, হালচাটি মৌজার সোমেশ্বরী নদীর একটি ঝরনা থেকে এলাকার কিছু লোক নিজেদের কাজের জন্য কুড়িয়ে কুড়িয়ে পাথর উত্তোলন করেছিল।
আমি যোগদানের পর কয়েকটি মামলা হয়েছে। এখন আর কেউ পাথর বালি নিজের কাজেও ব্যবহার করে না।
আরও পড়ুন ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.