স্টাফ রিপোর্টার
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত
হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর
লাইনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকশেদ
আলীর মেয়ে।জানা যায়, মুর্শেদা বেগম ঢাকায় চিকিৎসার জন্যে বাড়ি থেকে ভোরে রওনা
হন। টিকেট কেটে স্টেশনের তিন নম্বর লাইনে দাঁড়ানো কমিউটার ট্রেন ছাড়ার সময় তিনি
ট্রেনে ওঠার চেষ্টা করলে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহতের ভাই ফজলু মিয়া জানান, মুর্শেদা বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন।
চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাওয়ার কথা ছিলো।
সহকারী স্টেশন মাষ্টার হাবিবুর রহমান জানান, মুর্শেদা বেগম কীভাবে ট্রেনের নিচে কাটা
পড়েন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- ট্রেন ছেড়ে দিলে ট্রেনে তখন তিনি উঠতে
গিয়ে কাটা পড়েন।রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন জানান, ট্রেনে উঠতে গিয়ে সে
ট্রেনে কাটা পড়ে। এ ব্যাপারে তার স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।
Leave a Reply