নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
৮ এপ্রিল শনিবার উপজেলা বিএনপির ও পৌর বিএনপি আয়োজনে দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাসসহ দুব্যমূল্যের উর্ধ্বগতি, আ’লীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ সহ গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব এডভ্যাকেট আনিছুর রমহান গামা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন প্রমুখ।
আরও পড়ুন বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
Leave a Reply