নাজমুল হাসান রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান
কেটে কৃষকের ঘরে ‘নিরাপদে’ পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান
জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম
হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান
জানানো হয়। এতে বলা হয়, “বাংলার ছাত্রসমাজের নির্ভরতার একমাত্র ঠিকানা, স্বাধীনতা
সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম,
ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌমুমে ক্ষেত থেকে ধান
কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবিচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন
করে। “অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে
পরিণত হবে, এটিই সংকল্প।"
কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “তার উন্নয়ন
দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে… কৃষকের মুখে হাসি ধরে
রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
দেশের যে কোন ক্লান্তিলগ্ন সময়ে সবার আগে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই
ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশে অসহায় কৃষকের পাকা ধান কেটে
কৃষককে সহযোগিতা করলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজন মিয়া নূর,
দশানী ২৪ কে সুজন মিয়া নূর বলেন আমরা ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিলাম আছি
থাকবো ইনশাআল্লাহ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.