মোঃ নাজমুল হাসান,
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লাঞ্চ কর্পোরাল নুরুল ইসলাম মারা গেছেন।
গত ২৮ অক্টোবর (শুক্রবার) ভোর ৪টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। একইদিন আছর নামাজ বাদ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার উপস্থিতিতে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্বে সরকারি বিধি মোতাবেক পুলিশ সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর আলাদা আলাদা দুটি চৌকস দল গার্ডঅব অনার প্রদান করেন।
চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শামসুল হক,অবসরপ্রাপ্ত ও সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা শাখা আবু সাশা,চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া , ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গফুর আর্মি,রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিন সংগঠনের সহযোদ্ধাবৃন্দ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জাতির এ শ্রেষ্ঠ সন্তান ল্যাঞ্চ কর্পোরাল বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আরও পড়ুন ময়মনসিংহে বাঁশবাড়ীতে গুলাগুলি ও মারামারি’র ঘটনায় গ্রেফতার -১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.