শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহের নগরীর বাঁশবাড়ী কলোনীতে গুলাগুলি ও মারামারি'র ঘটনায় কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আসামী গোপালকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার ২৯ এপ্রিল ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মুহাঃ মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশক্রমে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ এর দিক-নির্দেশনায় প্রতিদিন অপরাধ নির্মূল, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই মাঝে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে সংগীয় এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস টীম আজ দুপুরে নগরীর বাঁশবাড়ী কলোনী এলাকার মন্টু সাহা ওরফে মন্টু চন্দ্র দে এর পুত্র গোপাল ওরফে সুমন (৩৫),কে গাজীপুর জেলা হইতে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী তাহার সহযোগী আসামীদের নিয়া ২৮ এপ্রিল সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বাঁশবাড়ি কলোনি মোড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর দেলোয়ার হোসেন এবং কাউন্সিলর আনিসুর রহমানের যৌথ উদ্যোগে একটি সালিশ বৈঠক চলাকালীন সময়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া দুই গ্রুপের মধ্যে মারামারি চলাকালীন সময়ে বাদীর ছেলে মাহমুদুল হাসান জয় (২২) সহ বাদীর ভাইয়ের ছেলে আছমন (২০) কে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।
উক্ত গুলাগুলি ও মারামারির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাহাদের শারীরিক অবস্থার অবনতি দেখিয়া দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামী গোপাল ওরফে সুমন (৩৫) কে গ্রেফতার করিয়া রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, এ আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.