মহসিন রেজা দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার ও দায়িত্ব অবহেলায় দুই শিক্ষক কে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলে সহায়তা করার দায়ে এক বহিরাগত কে দশ হাজার টাকা ও আদেশ অমান্য করে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার খোলা রাখায় দি সাইনিং কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে এসএসসির অংক পরীক্ষা চলাকালে উপজেলার তাড়াটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালায় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ডিগ্রীর চর হেফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী ও তাড়াটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী কে বহিষ্কার করা হয় এবং দায়িত্বে চরম অবহেলার জন্য তাড়াটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও রওশন আরা কে পরীক্ষার যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও পরীক্ষায় নকলে সহায়তা করায় উপজেলার তাড়াটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক বহিরাগত কে দশ হাজার টাকা ও নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার খোলা রাখায় মোয়ামারি দি সাইনিং কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার শেফা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ও পরীক্ষা নকল মুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিতাসের এক হত্যা মামলার আসামি
Leave a Reply