কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় আমদানি নিষিদ্ধ ভারতীয়মদ ৬০ বোতলসহ তিন তরুনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত গোল্ডেন রংয়ের একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। যাহার নাম্বার চট্ট মেট্রো -গ ১২ - ৪৮৩০।
আজ শুক্রবার সকাল ৮ টায় কলমাকান্দা উপজেলা সদরের সীমান্ত সড়কের চানপুর নামক এলাকায় চৌরঙ্গী টেইলার্স দোকানের সামনে রাস্তায় গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটকৃতরা হলো, গাজীপুর জেলার কাঁপাসিয়া উপজেলার কাঁপাসিয়া ইউনিয়নের বানার হাওলা গ্রামের কার্তিক সরকারের ছেলে রনি সরকার (২০) ও একই জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মো.সেলিম হোসেনের ছেলে মোঃ আরিফ হাসান (২২) ও একই ইউনিয়নের লতিফপুর গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২২) ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে মাদক বহন করে আসছে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মনিরুল ইসলাম এর এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম এর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তীসহ সঙ্গীয় পুলিশের দল সদর ইউনিয়নের সীমান্ত সড়কের চাঁনপুর নামক এলাকায় চৌরঙ্গী টেইলার্স দোকানের সামনে রাস্তায় গাড়ী থামিয়ে তল্লাশি চালায় ।
গাড়ীর পিছনের ডালা ভিতরে দুটি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এসময় গাড়ীর চালকসহ তিনজনকে আটক ও তাদের ব্যবহৃত গোল্ডেন রংয়ের একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন - আটককৃতদের নামে মামলা দায়ের পর আজ শুক্রবার নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন কেন্দুয়ায় কৃষি প্রনোদনা বিতরন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.