রাজিবপুর উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা কোদালকাটি ইউনিয়নের শুক্কুর মেম্বার পাড়ার গ্রামের শাহিদা বেগমের ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সামান্য মাথা গোঁজার জন্য কাগজের ছাউনি দিয়ে কোন বসাবস করছেন।
এই করুণ দুর্দশা গ্রস্ত পরিবারের কথা জানতে পারেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফ ।
ঘটনা জানার সাথে রাজিবপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসকে শাহিদা বেগমের খোঁজ নিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে আজ বুধবার ১২ জুলাই সকালে রাজিবপুর উপজেলা কার্যালয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান এই অসহায় শাহিদা বেগমের মাথা গোজার ঠাই করার জন্য তিন ব্যান্ডিল ডেউ টিন ও নয় হাজার টাকার চেক প্রদান করেছেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply