ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব সন্ধ্যায় পৌর বিএনপি’র উদ্যোগে ধর্মকুড়া বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির, রফিকুল ইসলাম তারা, আবু সাইদ বাদশা, শহিদুর রহমান, আবু জাহিদ লিটন, ইর্শেদ শেখ, বিপ্লব খন্দকার বিপুল ও পনির আহমেদসহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
Leave a Reply