বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ সহ আশরাফ আলী ওরফে প্রভাতু মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় বকশীগঞ্জ-জামালপুর সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর নতুন বাঁশকান্দা এলাকার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নতুন বাঁশকান্দা এলাকার সাইফুল ইসলাম লেবু, রাকিবুল হাসান, সেলিম মিয়া, রাসেল মিয়া, নুর জামাল মিয়া, খোরশেদ আলম অনিকা বেগম, সেলিনা বেগম প্রমুখ।
সাইফুল ইসলাম লেবু জানান, নতুন বাঁশকান্দা গ্রামের আশরাফ আলী ওরফে প্রভাতু মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।
তার কারণে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা ও চুরির মামলা রয়েছে।
আমরা প্রদিবাদ করলে আমাদের বাড়িতে মাদক রেখে ফাঁসানোর হুমকি দেয় প্রভাতু মন্ডল।
তার মাদক ব্যবসা বন্ধ না হলে এলাকার যুব সমাজ নেশায় বুদ হয়ে যাবে। তাই স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে প্রভাতু মন্ডলের মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন কারিতাসের আয়োজনে সালিশ পদ্ধতি ও গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.