এম.এ.রফিকঃ জামালপুরে নব যোগদানকৃত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম শনিবার তার কার্যালয়ে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি পুলিশ সুপার কার্যালয়কে দূর্নীতিমুক্ত কার্যালয় ঘোষণা করে জামালপুর জেলার জন্য ৮টি পদক্ষেপের মাধ্যমে ৬০ দিনের একটি কার্যক্রম ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে টক টু এসপি হটলাইনের মাধ্যমে পুলিশী সেবা প্রদান, ৭ দিনের মধ্যে জিডির কার্যক্রম নিষ্পত্তি, জেলাকে বাল্য বিবাহ, ইভটিজিং ও অশ্লীল কার্যক্রম মুক্ত, ট্রাফিক ব্যবস্থাপনা স্বচ্ছতা, মাদক, জুয়া বন্ধে বিশেষ অভিযান পরিচালনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও পুলিশের কার্যক্রম নিয়ে মাসিক বুলেটিন প্রকাশ।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে পড়ালেখা শেষে পুলিশে যোগদান করে ২০২০ সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পদক পান জামালপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
সর্বশেষ শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত থেকে জামালপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জামালপুরে যোগদান করে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জামালপুরে আর কোন সাংবাদিকের গায়ে সন্ত্রাসীরা হাত দেওয়ার সাহস পাবে না। পুলিশ কঠোর অবস্থানে থাকবে সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তায়। এছাড়া নাদিম হত্যা মামলায় জড়িত সকল আসামীকে দ্রæত গ্রেফতার করা হবে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান। সেই সাথে সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সদর সার্কেল জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।
Leave a Reply