জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় শিকার নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের আত্নার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মায় পৌর শহরের কাচারীপাড়া নিজ বাসায় নিহত সাংবাদিক নাদিমের পরিবারের আয়োজনে এতিম ও হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমিন,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিএম বাবু, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, মেরুরচর ইউপি প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জুসহ উপজেলা ও জেলার সাংবাদিক'রা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে ,গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে পৌর শহরের পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.