আল কাদরি কিবরিয়া সবুজ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগমের ছত্রছায়ায় সরকারি সম্পদ তছরূপ সীমাহীন নানা অনিয়ম-দূর্ণীতি, আত্মসাতের সুষ্ঠু তদন্তের দাবীতে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপীনাথপুর বাজারে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক রেশমা বেগমের নানা অনিয়ম-দূর্ণীতি ও আত্মসাতের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, হারুন মিয়া, সাগর মিয়া, আসাদুজ্জামান, রেজাউল করিম ও হাবিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়টিতে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও বর্তমানে তাও হচ্ছে না। দিবস গুলোর বরাদ্দকৃত সরকারি অর্থ প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ভাগবাটোয়ারা নিয়ে থাকে। এছাড়াও অত্র বিদ্যালয়ে শহীদ নির্মাণের বরাদ্দকৃত অর্থ এবং পরিত্যক্ত টিন, রড, ইট ও পুরাতন বইসহ অন্যান্য মালামাল বিক্রি করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ তোলেন প্রধান শিক্ষক রেশমা বেগম এবং দপ্তরী আসাদুল ইসলামের বিরুদ্ধে।
এসব অনিয়ম-দুর্ণীতির পরিপ্রেক্ষিতে অত্র এলাকার ১৫৬জন অভিভাবক গত ২৬ জুলাই পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলেও রহস্যজনক কারণে অদ্যাবধি তার কোন সুষ্ঠু তদন্ত অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ এ মানবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনকারীরা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা প্রশাসকসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন চলাকালে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা বেগমের ছেলে নাজিবুর রহমান নয়ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই মানববন্ধনকারীদের উপর হামলা চালিয়ে মানববন্ধন ছত্রভঙ্গ করিয়ে দেয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.