রাজিবপুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের খাজার ঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা স্থানেই নিহত হন রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের পাখিউড়া গ্রামের জাবেদ আলীর ছেলে মোজ্জামেল হক (২৭) মর্মান্তিক ভাবে আহত হন একই এলাকার মৃত আনছের আলীর ছেলে জহুরুল ইসলামক (৩০)। আহত ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন একই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ এর ছেলে আসিক মিয়া (৩০) ও রৌমারী উপজেলায় যাদুচর ইউনিয়ন কোমড় ভাঙ্গি এলাকার মৃত নিয়ামত আলীর পুত্র ওলি আহমেদ (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছে আহত জহুরুল ইসলামের
স্বজন আব্দুর রহমান ।
পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলার খাজার ঘাট নামক এলাকার থেকে কোদালকাটি দিকে যাচ্ছিলেন ওলি আহমেদ ও আশিক মিয়া। আরেক মোটরসাইকেল দিয়ে রাজিবপুর যাচ্ছিলেন নিহত মোজাম্মেল হক ও জহুরুল ইসলাম। দ্রুতগতির মোটরসাইকেল দুটি একেঅপরকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ মোজাম্মেল হককে মৃত ঘোষনা করেন।
রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত এলাকায় পুলিশ পাঠিয়েছি ঘটনাটি তদন্ত করে দেখছি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.