জামালপুরে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা গত বৃহস্পতিবার শুরু হয়।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শনিবার সমাপনী দিনে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ—সম্পাদক সৈয়দা জান্নাত মৌ, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম—এর জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক লুৎফর রহমান।
কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
Leave a Reply