আল কাদরি কিবরিয়া সবুজ:গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায তানিয়া বেগম (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে এই ঘটনা ঘটে।
তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের কন্যা এবং একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
এদিকে এই ঘটনার সাথে জড়িত ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলের বিচার দাবীতে সোমবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে পরিবারটি। এ ব্যাপারে ডাঃ মশিউর রহমান ও গাইনী চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজন জানান, তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার দিকে সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অপারেশন রুমে নিয়ে যায়। সিজারের করার কিছুক্ষণ পর ওই হাসাপাতাল থেকে জানান হয় তার রোগী অবস্থা ভাল না উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথা মত তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্ত, রোগী এ্যাম্বুলেন্সে তোলার সময় দেখা যায় রোগী মারা গেছে। ডাক্তারকে রোগী মারা যাওয়ার কারণ জানতে চাইলে কোন কিছু না জানিয়ে ডাক্তার নার্সসহ একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে। আমি এর বিচার চাই।
খবর পেয়ে ছুটে আসেন গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহীন আকন্দ। তিনি বলেন, এই হাসপাতালে এ নিয়ে ৩জন রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছে। এই ধরণের প্রতিষ্ঠান ও চিকিৎসকের শাস্তি হওয়া উচিত।
খবর পেয়ে ছুটে আসে কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, এই অপ চিকিৎসকের বিচার দাবী করছি, যাতে আর কারও এই পরিনতির শিকার না হতে হয়।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, রোগী মৃত্যুর ঘটনায় তার পিতা আবু সাঈদ বাদি হয়ে ২ ডাক্তারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.