হালুয়াঘাট প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নিরপরাধ মুসলিমদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোরকপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে গোরকপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে হাতে বিভিন্ন ফ্যাস্টুন নিয়ে প্রতিবাদ জানান মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটায় মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। পরে পাশে থাকা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
পরে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আনিসুর রহমান সোহাগের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাও. মো. আইন উদ্দিন, সহকারি শিক্ষক, তোফাজ্জল হোসেন,আবদুস সোবাহান,মনিরুজ্জমানসহ শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে সমাবেশে শেষে ফিলিস্থিনিদের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। এতে মাদ্রাসার শিক্ষকসহ প্রায় তিনশতাদিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.