মহিউদ্দিন মহি খন্দকার(ফেনী প্রতিনিধি) : ২৮শে নভেম্বর মঙ্গলবার দরবারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুন্সিরহাট কাঁচা বাজার থেকে ফুলগাজী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে চিহ্নিত মামলাবাজ চক্রের প্রধান কবির আহমদ প্রকাশ জাল কবির কে গ্রেফতার করেছেন।
এই কবির আহমদ প্রকাশ জাল কবিরের বিরুদ্ধে ফুলগাজীর উত্তর ধর্মপুর জামে মসজিদের সম্পত্তি আত্মসাৎ, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, মাদক কারবারি,নারী নির্যাতনসহ চিহ্নিত দুষ্কৃতকারী হিসেবে থানার রেকর্ড পত্র জমা আছে।
বিশেষ সূত্রে জানা গেছে, এছাড়াও ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সহ উত্তর ধর্মপুর,মনিপুর,তালপাড়িয়া ও কিল্লা দিঘিসহ প্রায় ৩ শতাধিক নিরীহ মানুষ কে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এলাকা বাসী। ইতিপূর্বে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন ও ফেনীর আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আরও জানা গেছে পুলিশের ফরোয়ার্ডিং-এ কবিরের বিরুদ্ধে ৮টি মামলার পিসি পিআর উল্লেখ করে ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, কবিরকে ফুলগাজী থানায় ১টি ও ফেনী মডেল থানার ১টি বিস্ফোরক মামলাসহ মোট দুটি মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply