মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :” নারীর জন্য বিনিয়োগ- সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্য বিষয় ও “ শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা” শ্লোগানকে গুরুত্ব দিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস”-২০২৩ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়-এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী থানার এসআই সাইফুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে কাজ করে দেশের উন্নয়নে অংশীদারত্বের দাবীদার হচ্ছে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন বেড়েছে।
নারীরা আবদ্ধ ঘরে অবরোধ বাসীনি না হয়ে বাইরের জগৎটাকে হাতের মুঠোয় করতে শিখেছে। তাঁরা পারিবারিক কাজ কর্ম শেষে অতিরিক্ত সময়ে মাঠে ময়দানে কৃষি কাজে পুরুষদের সহায়তা করে আসছে। বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পুরুষের সমতুল্য কাজ করছে। নারীরা আজ বিভিন্ন খেলাধুলায় জাতীয় ও বহিঃ বিশ্বে দেশের সুনাম বয়ে নিয়ে আসছে। মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনাদর্শে প্রতিটি নারীকে উজ্জীবিত হয়ে স্বাবলম্বী হওয়ার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply