।শেরপুর জেলায় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান ও সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান হাবিব সাক্ষরিত যুব রেড ক্রিসেন্টের নয়া কমিটি গঠন করা হয়েছে।
২ বছর মেয়াদী (২০২৩-২০২৫) ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে যুব প্রধান নির্বাচিত হয়েছেন মো: হাসানুল বান্না সিফাত।কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন উপ-যুব প্রধান-১ এস কে এইচ ফয়সাল ইবনে হাবিব,উপ-যুব প্রধান-২ মো:আশিক মুন্না সাগর,বিভাগীয় প্রধান(প্রশাসন,সংগঠন ও সদস্য সংগ্রহ) শাওন ইসলাম,বিভাগীয় উপ-প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ)কানিজ ফাতেমা কনা,
বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম)জনি মিষ্টার, বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম) শরিফ আহমেদ তানভির,বিভাগীয় প্রধান(আইসিটি,মিডিয়া ও যোগাযোগ) এ.কে.এম তৌহিদুল ইসলাম,বিভাগীয় উপ-প্রধান (আইসিটি,মিডিয়া ও যোগাযোগ) সুমাইয়া আক্তার সুমি,বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান) রুবায়েত ইসলাম প্লাবন, বিভাগীয় উপ-প্রধান(দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান) মো: নাজমুল ইসলাম সাকিব, বিভাগীয় প্রধান (স্বাস্থ্যসেবা) প্রান্ত মোদক,বিভাগীয় উপ-প্রধান (স্বাস্থ্যসেবা)
মো: আশিকুর রহমান,বিভাগীয় প্রধান (তহবিল সংগ্রহ) জাকারিয়া হোসেন তপু ও বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ) দিশামনি।নব নির্বাচিত যুব প্রধান মো: হাসানুল বান্না সিফাত জানান,আমাকে যুব রেড ক্রিসেন্টের প্রধান নির্বাচিত করায় শেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু,রেড ক্রিসেন্টের সেক্রেটারি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,
কার্য নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ,সদ্য সাবেক যুব প্রধান মোঃ ইউসুফ আলী রবিন ভাই সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম গতিশীল করার জন্য করোনা কালীন সময় সহ বিগত সময়ে যেভাবে সবার সহযোগিতায় কাজ করেছি,সামনের দিনগুলোতেও সেভাবেই সকলের সহযোগিতা নিয়ে শেরপুরের মানুষের সেবায় কাজ করে যেতে চাই।তিনি আরও বলেন,আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সর্বোচ্চ গুরুত্বের সাথে পালন করার জন্য সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.