মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরে জোর করে পুকুরের পাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ওঠেছে। ক্রয়কৃত ভূমিতে সৃজিত বৃক্ষ ও পুকুরের পাড় থাকলেও জোর করে জমি দখল ও রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় জমির মালিক ও লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় প্রতিপক্ষ আব্দুল হালিম সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।এ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার চরপক্ষীমারী গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে শাহ কামাল শান্ত সহ তার পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছে। অভিযোগে প্রকাশ, শাহ কামাল শান্ত এর ক্রয়কৃত জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন।পরে ওই জমিতে পুকুর দিয়ে মাছ চাষ করে আসছেন।পুকুরের পাড় দিয়ে রোপন করেছেন নানা জাতের বৃক্ষের চারা।গত ২৪ ডিসেস্বর সকাল ১০ টার দিকে ওই জমির ওপর দিয়ে ট্রাক চলাচলের রাস্তা নিমার্ণের জন্য উক্ত জমির বাউন্ডারি, টিনের বেড়া ও সিমিন্টের খুটি ভেঙে এবং বৃক্ষের চারা কেটে ফেলে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল হালিম ও তার লোকজন তাদের ওপর চড়াও হয়ে মারপিট করে।এতে ঘটনাস্থলেই আহত হয় শাহ কামাল শান্ত সহ তার পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।এ ঘটনায় শাহ কামাল শান্ত বাদী হয়ে আব্দুল হালিম সহ জড়িত থাকার অভিযোগে ১৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে শাহ কামাল শান্ত বলেন, “আমাদের ক্রয় করা জমির ওপর দিয়ে জোর করে বাউন্ডারি ও টিনের বেড়া ভেঙে ফেলে।পুকুরের পাড় কেটে ফেলে। রাস্তা না দিলে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।আমরা এর বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা কামনা করছি”।এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল হালিমের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এ এস আই মেহেদী হাসান জানান,এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply