রাজবাড়ী প্রতিনিধি ঃ
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় এখন পর্যন্ত রাজবাড়ী জেলার দুই নারী ও এক যুবকের সন্ধায় পায়নি তাদের পরিবার।
গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে রাজবাড়ী রেলস্টেশন হতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
যাদের সন্ধান মেলেনি তারা হলেন, রাজবাড়ী শহরের নূরপুর গ্রামের সাইদুর রহমান বাবুর মেয়ে এলিনা ইয়াসমিন (৪৩), কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মন্ডলের ছেলে আবু তালহা (২৪) ও রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামানিকের মেয়ে চন্দ্রিমা চৌধুরী (২৪)।
চন্দ্রিমার ভাই শোভন প্রামানিক বলেন, তার ছোট বোন একটি বেসরকারি বিদ্যালয় থেকে ফার্মাসিস্ট বিভাগে পড়ালেখা করে। তাদের সাথে ঢাকার মোহাম্মদপুরে থাকে।
কয়েকদিন আগে সে বাড়ীতে বেড়াতে আসে। বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ নম্বর বগিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুর্ঘটনার পর থেকে চন্দ্রিমা নিখোঁজ রয়েছে। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না।
আবু তালহার চাচাতো ভাই রিপন মাহমুদ বলেন, তার দুই চাচাতো ভাই আবু তালহা ও আবু তাসলাম একসাথে ঢাকায় যাচ্ছিল। দুর্ঘটনার পর আবু তাসলাম ট্রেন থেকে নেমে যেতে পারলেও আবু তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এলিনা ইয়াসমিনের ভাসুর মুরাদ হোসেন বলেন, ১০ দিন আগে এলিনার বাবা মারা যান। এ জন্য সে ছেলেকে নিয়ে বাবার বাড়ি যায়। সেখান থেকে গতকাল শুক্রবার তার ভাই মো. মামুন ও ভাবির সঙ্গে ঢাকায় ফিরছিলেন এলিনা। ট্রেনে আগুন লাগার পর এলিনার সন্তানকে নিয়ে তার ভাই-ভাবি বের হতে পারলেও এলিনা বের হতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে পুড়ে মারা গেছে। তবে তাঁর মরদেহের সন্ধান এখনও পায়নি পরিবার।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় রাজবাড়ী থেকে ৬৫ জনের মতো যাত্রী এ ট্রেনে যাত্রা করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মরদেহ চারটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ, একজন শিশু এবং বড় চুল দেখে একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি একজন পুরুষ না কি নারী তা দেখে বোঝার উপায় নেই।
তিনি আরও বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ চারটি মর্গে রাখা হয়। শনিবার ময়নাতদন্ত হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
আরও পড়ুন চিরিরবন্দরে বাড়ির পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধারে থানা পুলিশ
Leave a Reply