বৈশাখী টিভির মাইজ ভাণ্ডারী গানের অনুষ্ঠান ‘রূপের ভাণ্ডারী’। আলমগীর রাসেলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল মঙ্গলবার রাত ১০.০০টায়। এ পর্বে ভাণ্ডারী গান নিয়ে হাজির হবেন সমির কাওয়াল ও তার দল। ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ৮টি গান গাইবেন তিনি। তার সাথে গানে সঙ্গত করেছেন কিবোর্ডে মাস্তানা কাওয়াল, অক্টোপ্যাডে জাহাঙ্গীর, ঢোলে ইমরান, পার্কেশন আলমগীর, বাঁশিতে রানা, তবলায় মাসুম, বেঞ্জোতে আনন্দ।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে বসবাস সমির কাওয়ালের। হৃদয় আলোড়িত করার মতো গান গেয়ে মানুষের মন জয় করেছেন অনেক আগেই। যে কারণে রূপের ভাণ্ডারী অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে তাকে। সমির কাওয়ালের কণ্ঠে গানগুলো অন্যরকম দ্যোতনায় মানুষের মনকে কিছুক্ষণের জন্য হলেও উন্মাতাল করে তুলবে এতে কোনো সন্দেহ নেই।
সমির কাওয়াল বলেন, বৈশাখীর টিভির রূপের ভাণ্ডারী অনুষ্ঠানে আমার গাওয়া গানগুলো দর্শক হৃদয়কে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.