মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় চলমান এইচএসসি গণিত পরীক্ষায় ভুল কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে পৌঁছে দিয়েছে খানসামা থানার পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান গণিত পরীক্ষায় গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হওয়া
উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিল খানসামা উপজেলার শাপলা গার্লস স্কুল এন্ড কলেজে। কিন্তু তিনি ভুলক্রমে চলে যান জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে।
সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির একপর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে খানসামা থানার এস.আই তসির উদ্দিন সেই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর পৌঁছে দেন।
খানসামা থানার এস. আই তসির উদ্দিন বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। যেকোনো প্রতিকূলতায় পুলিশ মানুষের পাশে থাকে। এ কারণেই এসএসসি পরীক্ষার্থীদের সমস্যায় তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছি।'
ছবির ক্যাপশন: খানসামায় কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীকে পৌঁছে দিল পুলিশ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.