1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  4. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  5. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  6. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  7. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রুমা সেনা অভিযানে কেএনএফের ২ সদস্য আটক গাইবান্ধায় সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত দিনাজপুর-রংপুরেপৃথক দুটি দুর্ঘটনায় আহত-১৬ নাসিরনগরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্টিত বিশেষ অভিযানে পাঁচ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ইসলামপুরে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ জানাজা নামাজ ও দাফন সম্পন্ন গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায় জেলা প্রশাসনের নির্দেশে এলএ শাখায় দৃষ্টান্তমূলক পরিবর্তন ঘটিয়েছে

লালপুরে আমানা ফাউ‌ন্ডেশ‌নের শিক্ষাবৃ‌ত্তি বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

না‌টোরের লালপুর উপ‌জেলায় “মানবতার প্রতি সমর্থন, সমাজের উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান, সেলাই মেশিন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ শে ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমানা মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান, সেলাই মেশিন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও ডা: মো: হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৫৮, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি ।

লালপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব নাছিম আহম্মেদ, লালপুর উপজেলা আওয়ামী লীগগের সাবেক সহ-সভাপতি জনাব আনিসুর রহমান, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার এবং রামকৃষ্ণপুর সর: প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শাহাব উদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন লালপুর উপজেলার চর অঞ্চলকে অর্থনৈতিক জোনের আওতায় এনে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অনেক কিশোর ও যুবক সামাজিক অপরাধে জড়িত হচ্ছে।

তিনি আরো বলেন সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দেশের উন্নয়নে কাজ করছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সংস্থাটির চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান বলেন সব ধর্মে মানবসেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এ জন্য অসহায়-দু:স্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবসেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছার প্রয়োজন। অসহায় মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। সংস্থাটি যাকাত ও সদাকার অর্থে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহায়তার লক্ষ্যে মেধাবিকাশ বৃত্তি কর্মসূচীর আওতায় কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়রত গরীব ও মেধাবী শিক্ষার্থীকে আমানা মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান করে।

স্বনির্ভর কর্মসূচীর আওতায় আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করে।
অনুষ্ঠানে B‡j±ªwbK I wcÖ›U wgwWqvi mvsevw`Ke„›`, স্থানীয় RbcÖwZwbwae„›`, wkÿKgÛjx, wkÿv_©xe„›`, wkÿv_©x‡`i AwffveKMY, সমাজসেবক, সংস্থার নেতৃবৃন্দ Ges †¯^”Qv‡meক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন গজনীতে বাস চাপায় নিহত আইসক্রিম বিক্রেতা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park