মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার উদ্যোগে ৮ মার্চ সকালে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩ য় দফায় নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত থেকে সকালে পৌরসভার চত্তর থেকে বর্ণাঢ্য রেইলী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটরিয়াম (৩য়) তলায় গিয়ে শেষ হয়।পরবর্তীতে আলোচনা ও সংবর্ধিত অনুষ্ঠান শুরু হয়। এতে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পত্নী ও পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন,নাজমা বেগম।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও সাবেক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল,মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার বর্তমান সভাপতি নাসরিন বেগম ফাতেমা, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর রানার্সআপ (২য়) শেরপুর জেলার কৃতি নারী শাকিরা তামান্না। সংবর্ধিত সকল অতিথিব্ন্দ তাদের বক্তব্যে সমাজ সেবা, শিক্ষা ও নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুন্দর বক্তব্য উপস্থাপন করেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, নির্বাহী প্রকোশলী দেওয়ান রেজাউল করিম,সহঃ প্রকৌশলী খোরশেদ আলম,হিসাব রক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ শেলীম আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের,সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, উপ সহঃ প্রকৌশলী সোরহাব আলী,প্রধান সহকারী নূর- ই- আলম চঞ্চল,পৌর কর্মচারী সংসদ সভাপতি রফিকুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন,টিকাদানকারী সুপারভাইজার ফারক আহমেদ সহ প্রমুখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ আমরা বরাবরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছি। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আজকে নারীদের ক্ষমতায়ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সোনার বাংলাকে সাজানোর জন্য রাতদিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমরা শেরপুর পৌরসভা থেকে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পৌর লেডিস ক্লাব,পৌর কিশোরী ক্লাব স্থাপন করেছেন। কিশোরী ক্লাবের সদস্য ঐশী বেডমিন্টন ও লন টেনিস খেলায় জাতীয় পর্যায়ে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আরেক সদস্য সামান্তাও জাতীয় মিহিলা ক্রিকেট দলে খেলছেন। নারীদেরকে এগিয়ে নেওয়া ও সাবলম্বী করার ক্ষেত্রে পৌরসভা হতে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ যেমন কম্পিউটার,শেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, হস্ত শিল্প, ঠুঙ্গা বানানো সহ অনেক কার্যক্রম গ্রহণ করেছি। সর্বোপরি আমি পৌর মেয়র হিসেবে দীর্ঘদিন ধরে নারীদেরকে ক্ষমতায়ন ও সমতা রক্ষায় কাজ করে যাচ্ছি।
Leave a Reply