মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার : ঢাকার খিলগাঁও তালতলা সোসাইটি মিলনায়তনে অনুষঠানের আয়োজন করা হয়।এতে অতিথি ছিলেন গুনীজনরা। সকল ব্যান্ড সদস্য সহ অগনিত ভক্ত দর্শক, চমক দেখাতে ইয়েল উপহার দেয় একজন অন্ধ তরুন শিল্পী; একাই যার পথচলা সুদুর ভৈরব থেকে ট্রেনে ছুটে আসেন তিনি ঢাকায় যোগদন করেন ইয়েল ব্যান্ড এর অনুষ্ঠানে, গান পরিবেশন করে সকল দর্শক স্রোতার চোখের জলে ভিজে যায়। রুচির দুভিক্ষে একজন অসাধারণ সংগীত প্রতিভাবান শিল্পী ইয়েল উপহার দেয় বাংলাদেশ কে! ”
স্রাবনে পাশে ইয়েল ব্যান্ড সুরের পথ চলায় এগিয়ে যাবে প্রত্যশা রইলো।অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ইয়েল ব্যান্ডের এমন আয়োজনের প্রশংসা করে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।
Leave a Reply