মহিউদ্দিন মহি খন্দকার
স্টাফ রিপোর্টার :
ঢাকা মহানগর যুবলীগ এর যুগ্ম সাধারন সমপাদক,ঢাকার সাবেক কমিশনার একেএম মমিনুল হক সাঈদ মত বিনিময় সভায় তিনি বলেছেন দেশ বিদেশে ঐক্যবদ্দভাবে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তি শালী করতে হবে।
রিয়াদে আওয়ামী পরিষদ (আওয়ামীলীগের) আয়োজনে মত বিনিময় সবায় তিনি এ বক্তব্য রাখেন।রিয়াদ আওয়ামী পরিষদ আওয়ামীলীগ সভাপতি এম আর মাহাবুব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সমপাদক আলী নুর রনির সন্সালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সমপাদক এম এ জলিল রাজা,বক্তব্য রাখেন,, সেচছাসেবক লীগ সাধারণ সমপাদক ফারুক হোসেন,যুব লীগ সভাপতি কামাল পাটওয়ারী।
সভায় প্রধান অতিথি কে ফুলও ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়।রিয়াদে আওয়ামী পরিবারের শীর্ষ নেতৃবৃন্দ ও ৭ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃত্বে হারাগাছ এর বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ
Leave a Reply