হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় এক হাজার পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ১৪ জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধারা এলাকার ওমর ফিসারিজ চত্ত্বরে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতা আবদুল কাদিরের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ছিলেন সালামন ওমর রুবেল।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৫০ জন নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সালমান ওমর রুবেল। উপহার সামগ্রী মধ্যে ছিলো পোলাও চাউল, সেমাই, চিনি, দুধ, নুডলস,, সাবান, তেল, লবন, মুড়ি ইত্যাদি।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদলের আহ্বয়ক সাজ্জাদ হোসেন খান হিরা, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সভাপতি একলাছ উদ্দিন বিএসসি প্রমুখ।
ঈদসামগ্রী বিতরণের আগে বিগত সময় কারাবরণ করা বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সালমান ওমর। একই সঙ্গে তাদের ও পরিবারের জন্য ঈদের পোশাকও দেওয়া হয়।
এদিন দুপুরে উপজেরাটির ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার হিসেবে হুইর চেয়ার বিতরণ করেন সালমান ওমর রুবেল। এ সময় তিনি বলেন, হুইল চেয়ারের অভাবে শারীরিক প্রতিবন্ধী মানুষ গুলো জীবন ছিলো আরও কষ্টের। ঈদের আগে উপহার হিসেবে অসহায় মানুষ গুলো হুইল চেয়ার পেয়ে আপ্লুত হয়েছে।
আরও পড়ুনঃ রিয়াদে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Leave a Reply