মিডিয়াতে বড়দা মিঠু হিসেবেই পরিচিত তিনি। তিনি অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। তিন যুগের বেশি সময় ধরেই অভিনয় করছেন এই অভিনেতা। তবে শুধু টেলিভিশন পর্দায় নয় । ছোট পর্দার গণ্ডী পেরিয়ে এই অভিনেতা এখন ব্যস্ত সময় পার করছেন বড় পর্দার কাজ নিয়ে। এই ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেতার তিনটি সিনেমা ‘মোনা-জ্বীন ২’, ‘লিপস্টিক’, ‘মায়া’ ।
এবারের ঈদে সিনেমা প্রেমী দর্শকদের আনন্দ দিতেই বড় পর্দায় তিন সিনেমা নিয়ে দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিবেন এই অভিনেতা। তাছাড়াও রয়েছে ঈদের নাটকের ব্যস্ততা। এই ঈদে মিঠু অভিনীত প্রায় ২০টির মতো এক ঘন্টার নাটক প্রচারিত হবে বিভিন্ন টেলিভিশনে। ফারহান , জোভান , তৌসিফ, আরশ, সুপ্ত এর মত তারকার সাথে টেলিভিশনের পর্দায় থাকবেন এই অভিনেতা ।
অভিনেতা বড়দা মিঠু বলেন, অভিনয় ব্যস্ততা এখন অনেকটাই বেশি ।এই ঈদে আমার তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। ‘মোনা-জ্বীন ২’, ‘লিপস্টিক’, ‘মায়া’। সিনেমাগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। প্রত্যেকটি সিনেমা তার স্ব স্ব অবস্থান থেকে দর্শক গ্রহণযোগ্যতা পাবে। আমি আমার অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে প্রত্যেকটি চরিত্র ফুটিয়ে তুলেছি। দর্শকদের সিনেমাগুলো দেখার আহ্বান থাকবে।
এই অভিনেতা আরও বলেন, এখন প্রচুর সিনেমার কাজের প্রস্তাব আসছে। ভালো গল্পকে প্রাধান্য দিচ্ছি। ভালো গল্প ও চরিত্র পেলে তবেই সম্মতি দিচ্ছি। তাছাড়াও আগামী মাস থেকে আমার নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং শুরু হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে হাতে।
রাজবাড়ির সন্তান মিঠুর অভিনয়ে যাত্রা শুরু রাজবাড়ির ‘চারণ থিয়েটার’র মধ্য দিয়ে ১৯৮১ সালে। এরপর ১৯৯০ সালে ঢাকায় এসে ‘ঢাকা থিয়েটার’র সাথে কাজ শুরু করেন। তবে টিভি নাটকে মিঠুর অভিষেক হয় রওশন আরা নীপার নির্দেশনায় ‘গোধূরী লগনে’ নাটকে। নাটকটি ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়।
একই বছরে তিনি মিনহাজুর রহমানের নির্দেশনায় ‘তমশ’ নাটকেও অভিনয় করেন। পাশাপাশি বিবেশ রায়ের নির্দেশনায় কাহিনীচিত্র ‘ধানের কাব্য’তেও অভিনয় করেন। মিঠু অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো ‘সংসার’।
Leave a Reply