মহিউদ্দিন মহি খন্দকার ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার ছয় ইউনিয়নের মাঝখানে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের উপর দরবারপুর ও মুন্সীরহাট দুই ইউনিয়নের সীমানায় প্রায় চার শত বছরের পুরনো ঐতিহাসিক পীরবক্স হাট বর্তমান পুরাতন মুন্সীরহাট বাজারে সবসময় যাবত যানজট লেগেই থাকতো।
এই গুরুত্বপূর্ণ সড়কটি হয়ে ভারত সীমান্তবতীর্ বিলোনিয়া স্থলবন্দরে পণ্য আনা নেয়ায় ঘন্টাকে ঘন্টা দীর্ঘ যানজট লেগে থাকার কারণে এলাকায় জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়ে থাকে। উপজেলা আইন শৃংঙ্খলা সভায় একাধিকবার ব্যাপক আলোচনার পরেও তার কোন সুরাহা হয় নি। এছাড়া সাবেক সাংসদ শিরীন আখতার একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও ব্যার্থ হয়েছেন।
বর্তমান ফেনী—১ নির্বাচনী এলাকার সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী প্রথম ফুলগাজী উপজেলা আইন শৃংঙ্খলা সভায় উপস্থিত থাকলে স্থানীয় সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ এই পুরাতন মুন্সীরহাট বাজারের যানজট নিরসন কল্পে অভিযোগ জানালে সাংসদ নাসিম চৌধুরী স্থানীয় প্রশাসন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদেরকে এই যানজট নিরসনকল্পে নির্দেশ দেন।
তারই ফলশ্রম্নতিতে সদ্য নির্বাচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ হারুন মজুমদারের নেতৃত্বে দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল আমিনের সমন্বয়ে বাজার কমিটি সুশীল সমাজের ব্যক্তিবর্গদেরকে নিয়ে একাধিক সভার মাধ্যমে এই বাজারের মাঝখানে যানজট সড়কটির পাশে পীরবক্স হাট রেলস্টেশনের পরিত্যক্ত চত্বরে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে উপজেলা বিভিন্ন ইউনিয়নগামী সিএনজি অটোরিক্সা, টমটম, পিকআফ ও রিক্সাসহ এই ধরনের ছোট ছোট যানবাহনগুলোর স্ট্যান্ড সরিয়ে গুরুত্বপূর্ণ সড়কটিকে যানজট মুক্তকল্পে সিদ্ধান্ত গ্রহণের পরেই গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত সেই অবৈধ দোকানপাঠ স্থাপনাকারীদেরকে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলে তারা সেই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়া শুরু করেন।
ধীরে ধীরে মুক্ত হতে থাকে সেই গুরুত্বপূর্ণ ফেনী—বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের যানজট এবং শান্তির জনপদ হিসেবে তৈরি হয় দীর্ঘদিনের এই যানজট মুক্ত পুরাতন মুন্সীরহাট বাজার।
প্রায় ১৫০ অবৈধ স্থাপনা নির্মাণকারী ব্যবসায়ীদেরকে পুর্ণবাসনের বিষয়েও এই সদ্য উপজেলা চেয়ারম্যান হারুন মুজমদার আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তাদের স্থাপনা ঘুটিয়ে নেন।
উপজেলার এই পুরাতন মুন্সীরহাট বাজার থেকে জিএমহাট ইউনিয়ন, আমজাদহাট ইউনিয়ন, আনন্দপুর ইউনিয়ন ও ফুলগাজী সদর ইউনিয়নের প্রায় এক হাজার সিএনজি অটোরিক্সা টমটমের স্ট্যান্ড বর্তমানে পীরবক্স হাট রেলস্টেশন চত্বরে স্ট্যান্ড হওয়ায় বাজারের ব্যবসায়ী মহল খুবই খুশী এবং ধন্যবাদ জানায় সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ হারুন মজুমদারকে।
বাজারের স্থানীয় ব্যবসায়ী মহি উদ্দিন মহি জানায়, সবাইর সমন্বিতভাবে সদ্য নির্বাচিত হারুন মজুমদারের উদ্যোগে স্টেশান চত্বরে অবৈধ স্থাপনা উচ্চেদকল্পে যানবাহন চলাচলের সুযোগ করে দেয়ায় আমরা ব্যবসায়ী মহল খুশি হয়েছি।
এছাড়া এই বাজারের ভিতর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন জানায়, দীর্ঘ যানজটের কারণে প্রধান সড়কে গিয়ে আমরা ব্যসায়ীক লেনদেনের বাধাগ্রস্থ হই। এখন যানজট মুক্ত হয়েছে, আমাদের কাছেও ভালো লাগছে। এই বাজারের যানজট নিরসনের জন্য চেয়ারম্যান মহোদয়ের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি।
রেলওয়ে চত্বরে ভাড়াটিয়া দোকানদার দেলোয়ার হোসেন জানায়, জনগণের সুবিধার্থে আমার ব্যবসাটাও ঘুটিয়ে পেলতে হয়েছে। এতে আমার কিছুটা ক্ষতি হলেও আমি জনগণের দিক চিন্তা করে আমার ব্যবসা অন্যত্র সরিয়ে নিয়েছি।
পরিশেষে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদার জানান, ফেনী—পরশুরাম আঞ্চলিক মহাসড়কটি পুরাতন মুন্সীরহাট বাজারের মাঝে হওয়ায় দীর্ঘ যানজট নিয়মিত লেগেই থাকতো।
এতে করে বিলোনিয়া স্থল বন্দর থেকে পন্য আনা নেওয়ায় এই অংশে ঘন্টার পর ঘন্টা বড় বড় লরী—ট্রাক থেমে থাকায় যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় এবং হাসপাতালে ইমারজেন্সী রোগী আনা নেওয়ায় পথে বাধা সৃষ্টি হয়। এব্যাপারে উপজেলা প্রশাসনের আইনশৃংঙ্খলা সভায় ফেনী-১ এর সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আমাদেরকে যানজট নিরসন করার ব্যাপারে বললে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের লোকজন উদ্যোগ গ্রহণ করি।
সড়কের সিএনজি, অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন ও স্ট্যান্ডগুলো মেইন সড়ক থেকে সরিয়ে বাজারের পরিত্যাক্ত রেলওয়ে স্টেশনে নিয়ে আসি।
এতে প্রধান সড়কের যানজট কমে যাত্রীদের চলাচলে ব্যাপক সুবিধা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন পিপিইপিপি-ইইউ প্রকল্পের স্কুল ভিত্তিক কিশোরী ক্লাবকে সক্রিয়করন
Leave a Reply