উপ সহকারী কৃষি কর্মকর্তা দের জিংক ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ
আলমগীর হোসেন জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলায় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জিংক ধানের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার (১জুন) ইএসডিও প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টর আওতায় “এক্সটেনশন পার্সোনেল ট্রেনিং” এর আয়োজন করা হয়। ট্রেনিং এর শুরুতেই ইএসডিও এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান সূচনা বক্তব্য প্রদান করেন ও ট্রেনিং এর উদ্বোধন ঘোষণা করেন। ইএসডিও এর আয়োজনে উক্ত প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপ- পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এন্ড হেড ড. মোঃ রকিবুল হাসান, হারভেস্টপ্লাস, বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, কৃষিবিদ মোঃ মজিবর রহমান, রিয়েক্টস-ইন প্রজেক্ট ও কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি রিয়েক্টস-ইন প্রজেক্ট কৃষিবিদ সৈয়দা নুহারা বেগম, । প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলার মোট ১৭ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্যরা বলেন,প্রশিক্ষণে রিসোর্স পারসনগণ প্রশিক্ষণার্থীদের মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়, যেনো প্রশিক্ষণার্থীরা মাঠ পর্যায়ে সাধারণ মানুষ ও চাষীদের কে জিংক সমৃদ্ধ ভাত বা রুটি খাওয়ার অভ্যাস তৈরিসহ জিংক ধান ও গম এর আবাদ বৃদ্ধিতে সঠিক ভূমিকা রাখতে পারেন।
প্রশিক্ষণে উপ সহকারী কৃষি কর্মকর্তারা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা আজকের এই অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিক ভাবে কাজে লাগাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।
Leave a Reply