ঠাকুরগাঁও প্রতিনিধি ,
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জেলার ঠাকুরগাঁও রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম এমপি মোড় এলাকা থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১জুন বুধবার দিবাগত রাতে রুহিয়া থানার এসআই আবু হানিফ মন্ডল নেতৃত্বে একটি অভিযানিক চৌকস দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীরা হলেন, রুহিয়া ঘনিবিষ্টুপুর গ্রামের জাহেদুল ছেলে রায়হান(২২) এবং আবু ছালাম ছেলে সিফাত ইসলাম (২০) পুলিশ জানায়, জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঠাকুরগাঁও মাননীয় মহোদয়ের পুলিশ সুপার ।
এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন কশালগাঁও মৌজাস্থ এমপি মোড় জাগিরাম দাস এর চায়ের দোকানের পাশে পাকা রাস্তার সামনে হতে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ রায়হান ও সিফাত নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে, রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল মন্ডল বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ০৩ তারিখ ১১/০৬/২৪ খ্রিস্টাব্দ এবং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে ।
মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন বান্দরবান লামায় গাছে ঝুলন্ত এক বৃদ্ধার লাশ মৃত্যুর কারণ জানেনা কেউ
Leave a Reply