মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর।
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রহেলা জুলাই সোমবার ৪ টা সময় শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন,শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা,সদর উপজেলা নিবার্হী অফিসার,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান দুলাল মিয়া,শেরপুর প্রেসক্লাবের সভাপতি,দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক,মোঃ মেরাজ উদ্দিন,জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান লেবু,সহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ,খেলার পরিচালক,সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়,বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আজকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে যে দুটি দল অংশগ্রহণ করেন ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বনাম নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ, ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ ০১ গোলে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সভাপতি ও বিশেষ অতিথিদের কাছে প্রথমে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ কে রানার আপ বিসেবে ছোট গোল্ড কাপ ও ১৫ হাজার টাকা পুরস্কার গ্ৰহগ করে,পরে বিজয়ী হিসেবে ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বড় গোল্ড কাপ ও ২৫ হাজার টাকা পুরস্কার গ্ৰহগ করেন।
আরও পড়ুন বকশীগঞ্জে নাদিম হত্যার প্রধান আসামির বাবুর জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
Leave a Reply